নন্দিত নায়িকা শাবনূর অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরবেন, সিনেমার মানুষদের সঙ্গে উদযাপন করবেন তার জন্মদিন। কিন্তু শেষ পর্যন্ত ফেরা হলো না শাবনূরের। গতকাল ১৭ ডিসেম্বর শাবনূরের জন্মদিন ছিলো ।
ঢাকাই সিনেমার সফলতম নায়িকাদের একজন তিনি। নব্বই দশকের প্রথম ভাগে ঢালিউডে অভিষেক হয়েছিল তার।
২০১২ সালে ব্যবসায়ী অনিক মাহমুদকে বিয়ের পর সিনেমা থেকে দূরে সরে যেতে থাকেন শাবনূর। এরপর তিনি অস্ট্রেলিয়ায় চলে যান এবং সেখানকার স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস শুরু করেন।
গত বছরের ফেব্রুয়ারিতে অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের বিবাহ বিচ্ছেদ হয়। তাই এখন সন্তানকে নিয়েই প্রবাস জীবন কাটছে জননন্দিত এই নায়িকার।
ভক্তদের সঙ্গে যুক্ত থাকার উদ্দেশ্যে নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন। বিভিন্ন ভিডিও আপলোডের মাধ্যমে সক্রিয় থাকবেন। অবশ্য কয়েক মাস আগেও তিনি ইউটিউব চ্যানেল খুলেছিলেন। কিন্তু কয়েক দিন পরই সেটা হ্যাকড হয়ে যায়।
এবারের জন্মদিন উপলক্ষে তার দেশে ফেরার কথা ছিল। পরিকল্পনাও করেছিলেন। কিন্তু সবকিছু চূড়ান্ত করতে পারেননি বিধায় পরিকল্পনা বাতিল করতে হয়। তাই জন্মদিনটা পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়াতেই উদযাপন করছেন।