অন্যের রান্নাঘরে স;ঙ্গ;মে লি;প্ত হয়েছি , নিজের রো;ম;হ;র্ষ;ক শারিরিক অভিজ্ঞতা জানালেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী

এবার সঙ্গম নিয়ে বি;স্ফো;র;ক মন্তব্য করলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী! টলিউডের এই অভিনেত্রীকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না, তিনি সকলেরই পরিচিত মুখ। টলিউডের পাশাপাশি কাজ করেছেন বলিউডেও। আর ব্যক্তিগত জীবনে তিনি ভীষণই বোল্ড। সোজাসাপ্টা কথা বলতে কখনোই ভয় পান না তিনি। এমনকি সম্পর্ক নিয়ে কথা বলতেও তার কোনো সমস্যা নেই।

কারণ, তার মতে মনের খিদের মতোই শরীরের খিদে। সেই কথাই তিনি তুলে ধরেছিলেন নুসরত জাহানের সঞ্চালিত একটি চ্যাট শো’তে। এই শো’তে মূলত বিভিন্ন তারকারা উপস্থিত হতেন এবং আড্ডায় মেতে উঠতেন।

সেখানেই ঋতাভরী উপস্থিত হয়েছিলেন। যেখানে যৌনতা প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘আমার মতে শরীরের খিদে মনের খিদে। কাউকে ভেতর থেকে এতোটাই চাইছি যে তাকে নিজের সাথে এক করে নিতে কোনো দ্বিধা থাকছে না।’

এরপর তিনি আরো বলেন, ‘সম্পর্কে ফিজিক্যাল কম্প্যাটিবিলিটি ভীষণই গুরুত্বপূর্ণ।’ এরপর তাকে প্রশ্ন করা হয় পুরুষের কী দেখে তিনি আকৃষ্ট হন? উত্তরে বলেন, ‘বুদ্ধিদীপ্ততা। আমি সেপিওসেক্সুয়াল। এছাড়া চশমা পরা ব্যক্তিদের ভাল লাগে। ইটস বিজার।’ এরপরই একে একে বিস্ফোরক তথ্য দেন তিনি। জানান প্রথম ডেটে অচেনা এক ব্যক্তিকে চুমু খেয়েছিলেন।

এমনকি ক্যাজুয়ালি হুকআপ করার কথাও জানিয়েছিলেন তিনি। তবে বহুবার যে এমন করেছেন তেমনটা নয়। এরপর নিজের অ্যাডভেঞ্চারেস শারিরিক সম্পর্কর অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, একবার অন্যের রান্নাঘরে সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। উত্তরে চমকে উঠে নুসরত বলেন, ‘কিছু ভেঙে যায়নি?’ যদিও উত্তরে চুপ থেকেছেন ঋতাভরী। তবে এইসব অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রীতিমতো হেসে গড়িয়ে পড়েন তারা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *