অন্যরকম পোশাকে শরীর ঢেকে ব্যাডমিন্টন খেলতে ব্যস্ত শ্রাবন্তী!

শ্রাবন্তী চট্টোপাধ্যায় ঘুরতে যেতে যথেষ্ট ভালোবাসেন। শুটিংয়ের মাঝে সময় পেলেই বেরিয়ে পড়েন তিনি। 2023 শুরু থেকেই তাঁর জন্য স্পেশ্যাল। কারণ নতুন বছরের শুরুতেই শ্রাবন্তী অভিনীত ফিল্ম ‘কাবেরী অন্তর্ধান’ রিলিজ করেছে। এই ফিল্মে দীর্ঘদিন পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়র সাথে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। তবে এর মধ্যেই শ্রাবন্তীর কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ছবিগুলিতে শ্রাবন্তীর পরনে রয়েছে নীল-সাদা স্ট্রাইপড শার্ট। শার্টটি ওভারসাইজড। ফুলস্লিভ শার্টকে থ্রি-কোয়ার্টার করে পরেছেন শ্রাবন্তী। তার সাথে নীল রঙের ডেনিম ট্রাউজার পরেছেন তিনি। পায়ে রয়েছে সাদা স্নিকার্স। উজ্জ্বল মেকআপ করেছেন তিনি। চোখে রয়েছে কালো সানগ্লাস।

চুল খোলা রয়েছে। কখনও শ্রাবন্তীকে দেখা যাচ্ছে সুইমিং পুলের ধারে বসে থাকতে। কখনও দেখা যাচ্ছে সবুজ লনে ব্যাডমিন্টন খেলতে ব্যস্ত তিনি। কখনও বা মাটির ঘরের আলপনা আঁকা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। কিন্তু তিনি কোথায় গিয়েছেন তা জানা যায়নি।

বরাবর শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন থেকেছে আতসকাঁচের তলায়। তিনবার বিয়ে করেছেন তিনি। দুই বার বিয়ে ভেঙে গিয়েছে। তৃতীয় স্বামী রোশন সিং এর সাথে শ্রাবন্তীর বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। এর মধ্যেই তাঁকে দেখা যাচ্ছে জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক শুভ্রজিৎ মিত্রর সাথে। বাংলা ফিল্ম ‘অভিযাত্রিক’-এর পরিচালক শুভ্রজিৎ-এর আগামী ফিল্মে নায়িকা হতে পারেন শ্রাবন্তী বলে মনে করছেন অনেকে।

চলতি বছর শ্রাবন্তী অভিনীত একগুচ্ছ বাংলা ফিল্ম রিলিজ করতে চলেছে। তার মধ্যে রয়েছে রবীন নাম্বিয়ার পরিচালিত ‘ডিয়ার ডি’। এই ফিল্মে শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করেছেন ক্রুশল আহুজা । রয়েছেন দিতিপ্রিয়া রায়ও। এছাড়াও রিলিজ করবে ‘হাঙ্গামা ডট কম’। এই ফিল্মে শ্রাবন্তীর সাথে অভিনয় করেছেন কৌশানী.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *