অভিনেত্রী রণিতা দাস (Ranieeta Dash) দীর্ঘদিন ধরেই বাংলা ইন্ডাস্ট্রিতে পরিচিত নাম। একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি।
তারই সুবাদে খুব সহজেই তিনি জায়গা করে নিতে পেরেছেন মানুষের মনে ফলে স্বাভাবিক ভাবেই রণিতা নেটিজেনদের মধ্যেও ভীষণভাবে জনপ্রিয় সেকথা বলার অপেক্ষা রাখেনা।
সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নানারকম ছবি এবং ভিডিও শেয়ার করে ভক্তদের সঙ্গে জুড়ে থাকেন অভিনেত্রী (Ranieeta Dash।
৯৮ হাজারের বেশি ইন্সটা ফলোয়ার্স প্রমাণ করছে খুব তাড়াতাড়ি এক লক্ষের গন্ডি ছুঁয়ে ফেলবেন তিনি ফলে অভিনেত্রীর ফ্যান ফলোয়িং নিয়ে নতুন করে কিছু বলার নেই।
তবে সম্প্রতি একটি ছবি আপলোড করে নেটিজেনদের চর্চায় উঠে এসেছেন রণিতা। পাতলা রাতপোশাক পরিহিত একটি ছবি আপলোড করেছেন তিনি। নেই অন্তর্বাসও।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘তুমি যা খুঁজছ সে আসলে তোমাকে খুঁজছে’ নিঃসন্দেহে এই ছবির সঙ্গে এমন ক্যাপশন বেশ অর্থপূর্ণ।