অন্তর্বাস না পরেই ফটোশ্যুট! লাস্যময়ী নোরার লুক ভাইরাল

নোরার ডান্স মুভের দিওয়ানা অনেকেই। শুধু তাঁর ডান্স মুভ নয় তাঁপ সৌন্দর্য মুগ্ধ করেছে তাঁর ফ্যানেদের।

ট্রপিক্যাল লুকে নোরা বিভিন্ন সময় নানা ধরনের ফটোশ্যুট করেই থাকেন। তবে বেশ কয়েকটি ফটোশ্যুটে অন্তর্বাস ছাড়াই দেখা যায় নোরাকে।

ফ্লোরাল গাউনে নোরা ‘বাহুবলী’,’স্ত্রী’ থেকে শুরু করে ‘সত্যমেব জয়তে ২’ একের পর এক ছবিতে আইটেম ডান্স করে তাক লাগিয়েছেন নোরা।

সম্প্রতি নোরা ডিপ নেক কাট ব্লাউজ ও সাদা পেন্সিল স্কার্ট বেশ ভাইরাল হয় নেটপাড়ায়। শোনা যায় এই পোশাকটি অন্তর্বাস ছাড়াই পড়েছেন নোরা।

তিন হাজারি লাল বিকিনিতে ইলিয়ানার জলকেলি ‘ইন গুনগুনাতি ফিজাও মে, ইন সরসরাতি হাওয়াও মে…।’ বরফি ছবির এই গানের লাইনগুলিই বোধহয় মনে মনে গাইছিলেন নায়িকা ইলিয়ানা ডিক্রুজ।

তিন হাজারি লাল বিকিনিতে ইলিয়ানার জলকেলি মালদ্বীপের বিচে অভিনেত্রীকে দেখা গেল একটি রেড হট বিকিনিতে। এই পোশাকে অভিনেত্রীকে চমৎকার লাগছিল। সৌজন্যে- ইনস্টাগ্রাম।

তিন হাজারি লাল বিকিনিতে ইলিয়ানার জলকেলি নিজেই ‘প্লাশ বিকিনি’র ছবি পোস্ট করেন ইলিয়ানা। যা দেখে বিকিনির দাম জানতে আগ্রহী হয়ে ওঠেন নেটিজেনরা। ইলিয়ানা নিজেই জানান কোন।

তিন হাজারি লাল বিকিনিতে ইলিয়ানার জলকেলি সাদা এবং প্রিন্টেট বিকিনিতেও যথেষ্ট স্বচ্ছন্দ অভিনেত্রী। বিভিন্ন ইনস্টা পোস্টে ইলিয়ানার বিকিনি পরিহিত ছবিগুলি নেটপাড়ায় ঝড় তুলেছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *