মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করে টলিউড কাঁপাচ্ছেন দর্শনা বণিক। প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে স্টাইল ও ছকভাঙা অভিনয় দিয়ে নিজের জায়গাটা পাঁকিয়ে নিয়েছেন।
টলি অভিনেত্রী দর্শনা বণিক বরাবরই গতে বাঁধা ছক থেকে বেরিয়ে নিজের মতোন করে স্টাইলকে বেছে নিয়েছেন। প্রতিনিয়ত একের পর এক ফোটোশ্যুটে তিনি উষ্ণতার পারদ চড়ান দর্শনা।
লাস্যময়ীকে দেখতে সারাক্ষণই ভিড় জমছে সোশ্যাল মিডিয়ায়। কলকাতার মডেলিং জগতে সম্ভাবনাময় মডেলদের তালিকায় প্রথম সারিতে রয়েছেন দর্শনা বণিক। দর্শনার মিষ্টি হাসি, চোখের চাউনিতে হাজার পুরুষ কাত।
মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় হটনেস উজাড় করা ছবি দেন তিনি। এর জন্যে তাঁকে বহুবার অ;শালীন মন্তব্যের শিকার হতে হয়েছিল। সম্প্রতি একটি রিল ভিডিওতে ক্লি;ভেজ শো-অফ করতে গিয়েই নানা কুৎসিত মন্তব্যের শিকার হয়েছিলেন অভিনেত্রী।
এর আগেও একাধিকবার অ;শ্লী;ল কটা;ক্ষ শুনতে হয়েছে অভিনেত্রীকে। তবে প্রথমে ভয় পেলেও এই বিষয়গুলি এখন আর পাত্তা দেন না অভিনেত্রী। নিজে একা নয়, এমনকী পরিবারও দর্শনার বিষয়গুলি মানিয়ে নিয়েছেন ধীরে ধীরে।
সম্প্রতি একটি বাজারে নতুন ট্রেন্ড এসছে, যা আট থেকে আশিকে পুরো গ্রাস করে ফেলেছে। সেটি হল ’পাওরি হো রহি হ্যায়’। এখন এই কথাটা সবার মুখে মুখে ঘুরছে।
আর এই ট্রেন্ডেই সামিল হলেন অভিনেত্রী দর্শনা বণিক। এই ট্রেন্ডকে কাজে লাগিয়ে ইনস্টাগ্রাম রিল ভিডিও বানিয়ে ফেললেন মডেল, অভিনেত্রী দর্শনা বণিক। আর তাতেই হল বিপত্তি! নেটিজেনদের ট্রোলের মুখে পড়তে হল দর্শনাকে।
একটি হিপহপ গানের সঙ্গে কোমর দোলাতে দেখা গেল তাঁকে। মঙ্গলবারই ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন দর্শনা বণিক এই ভিডিওটি। আর সেখানেই অভিনেত্রীকে অ;শা;লীন আক্রমণ করে কমেন্ট করে বসলেন নেটিজেনদের একাংশ।
কেউ লেখেন, ”এখানে কিন্তু মোটেও ভালো লাগছে না”। কেউ আবার প্রশ্ন করেন, ”অন্তর্বাস পরেননি কেন?” তবে কিছু লোকজন অ;শালীন আক্রমণ করলেও বহু নেট নাগরিকের প্রশংসাও পেয়েছেন দর্শনা।
অবশ্য তাতে অভিনেত্রীর আসে যায়না। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে দর্শনা স্পষ্ট জানিয়েছিলেন, “অনেকদিন আগে এসব নিয়ে ভাবতাম। এখন আর পাত্তা দিই না।”
তিনি আরও বলেন, “তারকারাই শুধু নন, সমস্ত মহিলারাই এই কুৎসিত আক্রমনের শিকার। মহিলাদের শরীর নিয়ে অ;শা;লীন মন্তব্য এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে।”
Leave a Reply