বিকিনিতে শরীর দেখানো আগে শুধু হলিউড এবং বলিউডের মধ্যেই সীমাবদ্ধ ছিল। টালিগঞ্জের নায়িকারা এখন বড় পর্দায় সেভাবে সাহসী হতে পারেননি।
হাতে গোনা দুটি বা একটি উদাহরণ পাওয়া যেতে পারে হয়তো। কিন্তু এবারে অন্যরকম লুকে সোশ্যাল মিডিয়ায় সামনে এলেন শুভশ্রী। রাজ চক্রবর্তীর পরের ছবি ‘পরিনীতা’ তে দেখা যাবে তাঁকে।
এমনিতে বরাবরই শরীর নিয়ে খুবই কনশাস শুভশ্রী। তিনি জিমে অনেকটা সময়ও কাটান আর এবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করলেন যেখানে দেখা যাচ্ছে তার অ্যাবস এবং অন্তর্বাস।
স্বাভাবিক ভাবেই এই ছবিতে নেটিজেনদের অনেক অভব্য কমেন্টের মুখে পড়তে হয়েছে তাকে। কিন্তু সেসবকে পাত্তা দেননি শুভশ্রী।
Leave a Reply