বলি নায়িকাদের হালফিলের ফ্যাশন স্টেটমেন্ট দেখে চোখ
অন্তর্বাস ছাড়াই পোশাক পরে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন বলিউড সেলেবরা। পিছিয়ে নেই ছোট পর্দার নায়িকা বা রিয়ালিটি টিভি স্টাররাও। প্রিয়াঙ্কা-দীপিকা থেকে উরফি, নিকি- খোলামেলা ব্রা-হীন পোশাকে ভাইরাল অভিনেত্রীরা।
এশা গুপ্তা নিজের সাহসী ফ্যাশন স্টেটমেন্টের জন্যই পরিচিত। সম্প্রতি ফর্মুলা ওয়ান রেস দেখতে আবু ধাবির ইয়াস মারিনা সার্কিটে পৌঁছেছিলেন। প্যান্ট-স্যুট পরলেও ভিতরে অন্তর্বাস ছিল না এশার শরীরে!
জি টিভির ‘তুঝসে হ্যায় রাবতা’ খ্যাত রিম শেখ সম্প্রতি ইন্টারনেটে ঝড় তুলেছেন এহেন বোল্ড অবতারে। কালো প্যান্টের উপর বুক চেরা জ্যাকেট অখচ পরনে নেই অন্তর্বাস! বেরিয়ে আসছে সুডৌল বক্ষযুগল।
ব্রা-ছাড়া নিজের লুক কেমনভাবে গ্ল্যামারাস করে তুলতে হয় সেই জাদুমন্ত্র খুব ভালোভাবে জানেন প্রিয়াঙ্কা চোপড়া। নিক জোনাস পত্নীকে হামেশাই অন্তর্বাস ছাড়া লেন্সবন্দি হতে দেখা যায়। অ্যাওয়ার্ড সেরেমানি হোক বা ছবির প্রমোশন ব্রা-হীন প্রিয়াঙ্কা সবসময়ই চিত্তাকর্ষক।
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় নাম সঞ্জিদা শেখ। সম্প্রতি কমলা রঙা ডিপ নেক পোশাকে রিল ভিডিয়ো পোস্ট করেছিলেন অভিনেত্রী। সেখানেই সুস্পষ্ট তাঁর বুকের খাঁজ, তবে চোখে পড়ল না অন্তর্বাস।
হার্পার বাজার ম্যাগাজিনের জন্য অন্তর্বাস ছাড়া এমন অদ্ভূত পোশাকে শ্যুট করেছিলেন সোনম কাপুর। ব্যাপক ট্রোলডও হন অনিল কন্যা।
ব্রা পরতে একদম ভালোবাসেন না উরফি। হামেশাই অন্তর্বাসহীন লুকে ধরা দেন তিনি। ছবিতে উরফির পরনে যে জ্যাকেটের মতো টপ রয়েছে তা সামনের দিক থেকে অনেকখানি খোলা, স্বভাবতই তাঁর বক্ষযুগল স্পষ্ট বেরিয়ে এসেছে। অথচ সেই বুকখোলা পোশাক দিয়ে মাথা ঠেকে রেখেছেন উরফি!
বিগ বস খ্যাত নিকি তম্বোলি সম্প্রতি এক ম্যাগাজিন শ্যুটে ব্রা-হীন অবতারে ধরা দিয়েছেন। হলুদ রঙা প্যান্ট স্যুটে গ্ল্যামারাস নিকি, অথচ পরনে নেই অন্তর্বাস।
টেলিভিশনের আদর্শ বহুরানি যখন হট বেব! উত্তরণ খ্যাত ইচ্ছার এই ছবি দেখলে আপনি ভিরমি খেতে পারেন। অভিনেত্রী টিনা দত্ত হামেশাই ধরা দেন এমন সাহসী অবতারে।
বেগুনি রঙা প্যান্ট-স্যুটে অন্তর্বাসহীন কিয়ারা আডবানি।
২০১৭ সালে এক অ্যাওয়ার্ড সেরেমানির লাল গালিচায় অন্তর্বাসহীন লুকে নজর কেড়েছিলেন দীপিকা। তবে আজকাল প্যান্ট-স্যুটের সঙ্গে ব্রা-হীন ফ্যানশ স্টেটমেন্ট ফ্লন্ট করাটাই ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে।