হিন্দি টেলিভিশন জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন নিয়া শর্মা(Nia Sharma) কিছুদিন আগেই ‘বিগবস’এর ঘর থেকে বেরিয়েছেন তিনি।
আর এরপরই সোশ্যাল মিডিয়ায় তিনি যেই ছবিটি পোস্ট করেছেন তা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনদের।
কারণ সচরাচর যে লুকে তিনি ধরা দেন, এখানে তার থেকে অন্যরকম লুকে দেখা গিয়েছে তাকে।
ছবিতে দেখা যাচ্ছে প্রাচীন ভারতীয় পোশাক পরিহিত অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন তিনি। আর সেই সাদা পোশাক দ্বারা ঢাকা রয়েছে ঊর্ধ্বাংশ ও নিম্নাংশের অল্প অংশ।
তবে সবথেকে বেশি নজর কেড়েছে তার কোমরের সিলভার চেন ও নাকের স্টোন স্টাডেড নথ।
ছবিগুলি তুমুল ভাইরাল হওয়ার পাশাপাশি, তার এই লাস্যময়ী রূপ দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনুগামীরা।
এই ছবিগুলি আসলে তারা আগত একটি প্রোজেক্টের লুক। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তার নতুন মিউজিক ভিডিও ‘দো ঘুঁট’।
যেখানে তার নাচের কোরিওগ্রাফি করেছেন গণেশ আচার্য। আর ভিডিওটি প্রযোজনা করেছে ‘সারেগামা’।
নিয়ার এই প্রোজেক্টটি যে বেশ অন্যরকম হতে চলেছে তা বোঝা যাচ্ছে তার এই হট লুক দেখে।
উল্লেখযোগ্য, ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা চোখে পড়ার মতো। যেখানে তিনি সকলের সাথে ভাগ করে নেন বিভিন্ন সাহসী ছবি।
তবে সেগুলি দেখার পর মাঝেমধ্যেই ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয় তাকে। যেই পরিমাণ এতোটাই বেড়ে গিয়েছিল যে, তিনি মুখ খুলতে বাধ্য হয়েছিলেন।
তবে এই ছবিটি দেখার পর ট্রোল করেননি কেউ বরং প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাকে।
Leave a Reply