বরুণ ধাওয়ানের ছবি ‘ভেড়িয়া’ ২৫ নভেম্বর, আজ মুক্তি পেল। অভিনেতা জানান তাঁর স্ত্রী হচ্ছেন প্রথন ব্যক্তি যিনি এই ছবিটা দেখলেন। শুধু দেখলেন যে তাই নয়। তাঁর এই ছবিটা বেশ পছন্দ হয়েছে বলেও জানান। বরুণ জানান, এবার তিনি বাকিদের স্ত্রীদের খুশি করার চেষ্টা করবেন, কারণ তাঁর স্ত্রী তো ইতিমধ্যেই খুশি হয়ে গিয়েছেন! আর কী বললেন অভিনেতা।
ভেড়িয়া ছবিটির পরিচালনা করেছেন অমর কৌশিক। এই ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে কৃতি শ্যাননকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে। ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে বরুণ জানান, তাঁর স্ত্রী ভেড়িয়া দেখার পর তাঁর মতামত জানিয়েছেন। নাতাশাই নাকি প্রথম ব্যক্তি ছিলেন যিনি এই ছবিটি দেখেছেন এবং তাঁর ভালো লেগেছে, এমনটাই জানান বরুণ।
তাঁর স্ত্রীর কেমন লেগেছে এই ছবি সেই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, ‘আমার বউ তো ইতিমধ্যেই খুশি হয়ে গিয়েছে, এবার আমায় অন্যদের বউদের খুশি করতে হবে।’ নাতাশার কেমন লেগেছে এই ছবিটি সেই বিষয় নিয়ে একা বরুণ নয়, অমর কৌশিকও জানিয়েছেন। তিনি বলেন, ‘যেভাবে ছবিটির শ্যুটিং করা হয়েছে, বা বলা ভালো গোটা ছবিটার সঙ্গেই ও ভীষণ রকম জড়িয়ে ছিল।’ তাঁর কথা অনুযায়ী নাতাশার এই ছবিটি ভীষণ ভালো লেগেছে।
গত বছর জানুয়ারি মাসের ২৪ তারিখ দীর্ঘদিনের প্রেমিকা নাতাশাকে বিয়ে করেন বরুণ ধাওয়ান। তাঁদের বিয়ের অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, আত্মীয়রা উপস্থিত ছিলেন। ওই সময় যেহেতু মহামারীর প্রকোপ ভীষণ বেশি ছিল সেহেতু কম সংখ্যক মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল।