অজয় দেবগন তো পরে, তার আগে অন্য এক পুরুষের প্রেমে ডুবে ছিলেন কাজল, জানুন কে সেই ব্যক্তি!

অজয় দেবগণের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সুখের সংসার। তবে কাজল প্রথম জীবনে অন্য এক তারকার প্রেমে পাগল ছিলেন। তাঁর নাম জানিয়ে দিলেন করণ জোহর। অজয় দেবগণ ও কাজলের সুখের সংসারে কি আগুন লাগিয়ে দিলেন করণ জোহর?

অজয় ও কাজল এমন ২ তারকা দম্পতি যাঁদের নিয়ে বিশেষ চর্চা হয়না, কানাঘুষোও হয়না। তেমন রসাল খবর অজয় বা কাজল কাউকে নিয়েই কখনও সেই অর্থে পাওয়া যায়নি।

বরং প্রচারের ঝলমলে আলোর গণ্ডি থেকে কিছুটা হলেও নিজেদের দূরত্বে রাখতে পছন্দ করেন ২ তারকা। তবে এবার হাটের মাঝে এমন এক হাঁড়ি পরিচালক করণ জোহর ভাঙলেন যা হয়তো কাজলকে চর্চায় আনতেই পারে।

ঝলক দিখলা জা নামে একটি টিভি শো-এ এসেছিলেন করণ জোহর। সেখানে সঞ্চালক হিসাবে থাকা মণীশ পল কেজো বা করণ জোহরকে জিজ্ঞেস করেন স্বামী অভিনেতা অজয় দেবগণ ছাড়াও কাজলের আর কারও প্রতি দুর্বলতা ছিল কিনা?

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *