রাজ মেহতা পরিচালিত ‘সেলফি’ ছবির একটি গানের প্রথম ঝলক মুক্তি পায়। এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন অক্ষয়কুমার। ‘কুড়ে চমকেলি’ নামের ওই গানে অক্ষয়ের সঙ্গে দেখা গিয়েছে নোরা ফতেহি এবং হানি সিংহকে। চলতি মাসের ২৩ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।
বড়পর্দায় এলে পুরো গানটির স্বাদ নেওয়া যাবে। তবে যেটুকু প্রকাশ্যে এসেছে, প্রতি বারের মতোই চোখ টেনেছেন অক্ষয়। পর্দায় নায়কের ভাবমূর্তিতে যোগ্য সঙ্গত দিয়েছে তাঁর সাতরঙা উলের পোশাক। সেই রঙে চোখ ধাঁধিয়েছে অনেকেরই। অক্ষয় মানেই নতুন কিছু। এ ছবিতেও যে তিনি সেই ধারা বজায় রাখতে চলেছেন, তা বেশ ভালই বোঝা যাচ্ছে।
১৪ ফেব্রুয়ারি। ভালবাসার দিনটি নিজের মতো করে উদ্যাপন করতে প্যারিসে পাড়ি দিয়েছিলেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্যারিসের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। তেমন কিছু রিল এবং ছবি নিজেই ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রামে।
আর তা দেখেই অবাক হয়েছেন অনুরাগীরা। আর এই দু’টি ঘটনার সঙ্গে সংযোগ সেখানেই। গানের দৃশ্যে অক্ষয় যে পোশাক পরেছিলেন, হুবহু একই পোশাক পরে প্যারিস ঘুরছেন মিমিও। একই রং, একই রকম নকশা দু’টি পোশাকের।